বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর রাজনীতিবিদ জহিরুল ইসলাম মারা গেছেন
কক্সবাজারের বর্ষীয়ান রাজনীতিবিদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জহিরুল ইসলাম মারা গেছেন। আজ সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম মহানগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর।
জহিরুল ইসলামের ভাগ্নে জেলা তাঁতি লীগের সভাপতি আরিফ উল মাওলা দ্য ডেইলি স্টারকে এ খবর নিশ্চিত করেন।
আগামীকাল মঙ্গলবার বাদ জোহর কক্সবাজার বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হবে বলেও জানান তিনি।
জহিরুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জহিরুল ইসলাম সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
Comments