আজ থেকে কক্সবাজারে সব দোকানপাট বন্ধ
কক্সবাজার জেলার সব দোকান, বিপণিবিতান ও শপিংমল বন্ধ ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও করোনা প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি মো. কামাল হোসেন।
আজ মঙ্গলবার থেকে এগুলো বন্ধ থাকবে। তবে, ওষুধ, কাঁচাবাজার, জরুরি খাদ্য সরবরাহ, সংবাদপত্র বিক্রয় কেন্দ্র ও মুদিদোকান প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইক, রিকশাসহ সব ধরনের যান চলাচলেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা প্রতিরোধে সরকারঘোষিত স্বাস্থ্য বিধিমালা অনুসরণ করে ব্যবসা পরিচালনা করার শর্তে দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু, ব্যবসায়ী ও ক্রেতা— উভয়ই ওইসব বিধিমালা মানছে না। তারা সামাজিক দূরত্ব না মানায় এবং কোভিড-১৯ প্রতিরোধের সব নিয়মকানুন অমান্য করায় কক্সবাজার এলাকায় সংক্রমণ দিনকে দিন বাড়ছে।’
‘এসব কারণেই মার্কেট ও শপিংমল বন্ধ ঘোষণা করা হয়েছে। কেউ প্রশাসনের ঘোষণা না মানলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এ ছাড়া, বাজার তদারকি ব্যবস্থাও জোরদার করা হয়েছে’, যোগ করেন তিনি।
Comments