পিরোজপুরের ৭ উপজেলাতেই করোনা সংক্রমণ

এক মাসের মধ্যে পিরোজপুরের সাতটি উপজেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আর প্রতিদিনই বাড়ছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ১৩ এপ্রিল মঠবাড়িয়া উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত যুবক নারায়ণগঞ্জ থেকে মঠবাড়িয়ায় এসেছিলেন। সর্বশেষে করোনা ছড়ায় নাজিরপুর উপজেলায়। গত শনিবার নাজিরপুরে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়।
পিরোজপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

এক মাসের মধ্যে পিরোজপুরের সাতটি উপজেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আর প্রতিদিনই বাড়ছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ১৩ এপ্রিল মঠবাড়িয়া উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করে স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত যুবক নারায়ণগঞ্জ থেকে মঠবাড়িয়ায় এসেছিলেন। সর্বশেষে করোনা ছড়ায় নাজিরপুর উপজেলায়। গত শনিবার নাজিরপুরে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, এ পর্যন্ত পিরোজপুরে ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় জন। আক্রান্তদের ১৩ জনের বাড়ি পিরোজপুর সদর উপজেলায়, ভাণ্ডারিয়ায় ১১ জন, মঠবাড়িয়ায় সাত জন, ইন্দুরকানিতে তিন জন, নেছারাবাদ উপজেলায় দুই জন ও দুই জনের বাড়ি কাউখালী ও নাজিরপুর উপজেলায়।

জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বলেন, আক্রান্ত ব্যক্তিরা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এসেছেন। করোনা শনাক্তে স্বাস্থ্য বিভাগ নিয়মিতভাবে দৈব্যচয়ন পদ্ধতিতে নমুনা পরীক্ষা করছে। এ পর্যন্ত ৭৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ১৯১টি পরীক্ষার ফলাফল এখনো আমাদের হাতে আসেনি। স্থানীয় বাজারগুলো খুলে দেওয়ায় প্রতিদিনই জনসমাগম বাড়ছে। সাধারণ মানুষ সামাজিক দূরত্ব মানছে না যে কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago