ফরিদপুরে করোনাভাইরাসে মুক্তিযোদ্ধার মৃত্যু
ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ বছরের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের একটি গ্রামে নিজের বাড়িতে তিনি মারা যান। করোনাভাইরাসে ফরিদপুরে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।
সম্প্রতি ওই দম্পতি চিকিৎসার জন্য ঢাকায় তার ছেলের বাসায় গিয়েছিলেন। শনিবার তারা গ্রামে ফিরে আসেন। রোববার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। জানা যায় তারা দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত। এর পর বাড়িতে বিচ্ছিন্ন অবস্থায় রেখেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে করোনায় আক্রান্ত মুক্তিযোদ্ধা মারা গেছেন। বিকেলে স্বাস্থ্যবিধি অনুযায়ী তার লাশ দাফন করা হবে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, ফরিদপুরে এ পর্যন্ত ৬১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছেন।
Comments