নারায়ণগঞ্জে আরও ১২৫ জনের করোনা শনাক্ত, আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৭০০
নারায়ণগঞ্জে নতুন করে আরো ১২৫ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। যা ২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৮৩ জনে।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে এক নারীর (৪৮) মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ৬৪ জন।
আজ মঙ্গলবার বিকেলে দ্য ডেইলি স্টারকে নারায়ণগঞ্জের সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ৪৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১২৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে ও সোনারগাঁও উপজেলায় আক্রান্ত এক নারী মারা গেছেন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ জন।
তিনি বলেন, এখন পর্যন্ত ৭৩৬১ জনের নমুনা সংগ্রহ করে ১৭৮৩ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬৪ জন মারা গেছেন এবং ৪৯২ জন সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সব থেকে বেশি আক্রান্ত করোনায় হয়েছে। যেখানে ৮৫৩ জন আক্রান্তের মধ্যে ৪৪ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩২ জন।
এরপরই সদর উপজেলায় আক্রান্ত ৫৬২ জনের মধ্যে মারা গেছেন ১৫ জন এবং সুস্থ হয়েছেন ১১২ জন।
রূপগঞ্জ উপজেলায় ১৫২ জন আক্রান্তের মধ্যে একজন মারা গেছেন ও ৫ জন সুস্থ হয়েছেন।
সোনারগাঁও উপজেলায় ১১৬ জন আক্রান্তের মধ্যে ৩ জন মারা গেছেন ও ১৮ জন সুস্থ হয়েছেন।
আড়াইহাজার উপজেলায় ৫৮ জন আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৭ জন। আর বন্দর উপজেলায় ৪৪ জন আক্রান্ত হয়ে একজন মারা গেছেন ও সুস্থ হয়েছেন ৮ জন।
Comments