নারায়ণগঞ্জে ৪১ পোশাক শ্রমিকের করোনা শনাক্ত
নারায়ণগঞ্জে এ পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানার ৪১ শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নতুন করে ৭ জনের শনাক্ত হয়।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানার ৩৪ শ্রমিকের কোভিড-১৯ পজেটিভ আসে।’
সিভিল সার্জন বলেন, ‘আক্রান্তদের মধ্যে ফকির নিটওয়্যারে সাত জন, অবন্তি কালার টেক্সে একজন, নিট ফ্যাশনে একজন, মডেল গার্মেন্টসে একজন, রূপসী গার্মেন্টসে একজন, অ্যারোটেক্স গার্মেন্টসে একজন রয়েছেন।’
যেসব প্রতিষ্ঠানের নাম জানা যায়নি সেগুলো শনাক্তে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা রয়েছে, যেসব প্রতিষ্ঠানের শ্রমিকদের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, সেসব প্রতিষ্ঠানের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রতিবেদন দিতে হবে। আর সেই প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। যার জন্য এ মুহূর্তে কোন প্রতিষ্ঠান লকডাউন ঘোষণা করা হচ্ছে না।’
তিনি বলেন, আজকে প্রথম দিন পর্যবেক্ষণে গিয়ে শ্রমিকদের হামলার শিকার হতে হয়েছে। তবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’
মুহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘আক্রান্তদের কোন উপসর্গ নেই। তাই বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও চিকিৎসার পরামর্শও দেওয়া হচ্ছে।’
Comments