সাভার ও ধামরাইয়ে আরও ২৫ জনের করোনা শনাক্ত
সাভারে আজ নতুন করে ১৮ জন ও ধামরাইয়ে আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা ও ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নাজমুল হুদা জানান, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্রে (বিএলআরআই) ৬২ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন এই ১৮ জনের মধ্যে ফায়ার সার্ভিস সদস্য, পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মী রয়েছেন বলেও তিনি জানান।
সাভার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল সোমবার পর্যন্ত ১১৭৭ জনের নমুনা পরীক্ষায় ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। মারা গেছেন চার জন।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে জানান, গতকাল সংগ্রহ করা ৩২ জনের নমুনা পরীক্ষায়, সাত জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, উপজেলায় এখন পর্যন্ত ৬৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাত জন সুস্থ হয়েছেন।
Comments