মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জে তিন স্বাস্থ্যকর্মীসহ আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫৬ জনের করোনা শনাক্ত হলো। আজ মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার এক নারী পরিবার কল্যাণ পরিদর্শক, ঘিওর উপজেলার একজন স্বাস্থ্য পরিদর্শকসহ দুই জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয়সহ তিন জন ও হরিরামপুর উপজেলার একজন রয়েছেন।

আক্রান্তরা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানান সিভিল সার্জন। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও তিনি জানান।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলার ১৪২৯টি নমুনা পরীক্ষার প্রতিবেদনে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন এবং বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

China accuses Trump of 'pouring oil' on Iran, Israel conflict

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

5h ago