বরিশালে আশ্রয়কেন্দ্রে সাড়ে ৩ লাখ মানুষ
বরিশাল বিভাগে রাত ৮টা পর্যন্ত ৩ লাখ ৪৯ হাজার ২৬৫ জন মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছেন। এর মধ্যে সবচেয়ে বেশী ভোলা জেলায় মোট ২ লাখ ৪১ হাজার ৭২৩ জনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের সহকারী কমিশনার মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় কমিশনারের অফিস সূত্র মতে, অন্যান্য জেলার মধ্যে ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি। সবচেয়ে কম আশ্রয়কেন্দ্রে গেছে বরিশাল জেলায় মাত্র ৪৫০ জন। অন্যান্য জেলাগুলোর মধ্যে পিরোজপুর ৪১ হাজার ৭৫০ জন, বরগুনা ৩৯ হাজার ১৮ জন ও পটুয়াখালীতে ২৬ হাজার ৩২৪ জন আশ্রয়কেন্দ্রে গেছেন।
ভোলায় ১ লাখ ২৪ হাজার ৭২৪ মহিষকে মুজিব কেল্লা ও আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। পটুয়াখালীতে ২ হাজার ৪৪০টি ও বরগুনায় ৭ হাজার ২১৫টি গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
এ ছাড়াও, বরগুনা, তালতলি ও চরদোয়ানি পয়েন্টে ২০ কিমি বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছে বিভাগীয় কমিশনারের অফিস।
Comments