চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক, পুলিশসহ ৫ জনের করোনা শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও দুই পুলিশ সদস্যসহ আরও পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৪২ জনের করোনা শনাক্ত হলো।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলার ১৪২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তাদের মধ্যে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর হাসপাতালের এক নারী চিকিৎসক, গোমস্তাপুর উপজেলার এক স্বাস্থ্যকর্মী, ওই উপজেলার দুই পুলিশ সদস্য ও নাচোল উপজেলার এক নির্মাণ শ্রমিক রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হওয়া ৪২ জনের মধ্যে দুই জন সুস্থ হয়েছেন বলেও তিনি জানান।
Comments