আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু
বরগুনা সদর উপজেলায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৬৪ বছর। আজ বুধবার দুপুরে এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শহীদুল ইসলাম দীর্ঘ দিন থেকে হৃদরোগে ভুগছিলাম। আম্পানের কারণে ভোররাতে পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরীরখাল বাজারে শহীদুল ইসলামের রেস্তোরাঁ আছে।’
Comments