এবার ফুয়াদের সঙ্গে সাব্বির
লকউাউনের এই সময়ে ঘরবন্দি মানুষের জন্য ঈদের আগে নতুন গান নিয়ে আসছেন সাব্বির নাসির। গানটির শিরোনাম ‘পোকা’।
শারমীন সুলতানা সুমীর কথায় এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
নতুন এ গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
গানটি নিয়ে ফুয়াদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘‘পরিশুদ্ধতার এক অনন্ত যাত্রা হচ্ছে সংগীত। এই যাত্রাপথে আমরা অগণিত স্মরণীয় মুহূর্তের জন্ম দেওয়ার সুযোগ পাই। সংগীতের প্রতি সাব্বির ভাইয়ের যে সাধনা, সেটি আমার পরিচিত অনেক শিল্পীর চেয়ে অনেক বেশি।’
সংগীতশিল্পী সাব্বির নাসির ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘এবারের ঈদ অন্য সব সময়ের মতো না। ঘরবন্দি মানুষের আবেগ-অনুভূতির গল্প থাকছে আমার নতুন এই গানে।’
‘ফুয়াদ আল মুক্তাদিরের সুর-সংগীত ও সুমীর কথায় গানটিতে কন্ঠ দিয়েছি,’ উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৩ মে রাতে সাব্বির নাসিরের ফেসবুকে পেজে নতুন এ গানটি প্রকাশিত হবে।
Comments