‘সামনে বিরাট ঝামেলা আছে’, ক্রিকেট সূচি নিয়ে নাজমুল
সবকিছু স্বাভাবিক থাকলে ২০২০ সাল হওয়ার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটের ব্যস্ততম বছর। এই বছরেই ছিল নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি টেস্ট খেলার সূচি। কিন্তু করোনাভাইরাস মহামারির প্রকোপে সবই গেছে ভেস্তে। আবার খেলা শুরু হওয়া নিয়ে কোনো ধারণা দেওয়ার উপায় দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান। তার মতে, জমে থাকা সিরিজগুলো ফের আয়োজনের সময় বের করতে কঠিন সমস্যায় পড়তে হবে তাদের।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে সংকটে থাকা ক্রীড়াবিদদের আর্থিক সহায়তার চেক প্রদান করতে গিয়েছিলেন বোর্ড প্রধান। সেখানে অবধারিতভাবেই ক্রিকেট মাঠে ফেরা নিয়ে প্রশ্নের জবাব দিতে হয়েছে তাকে।
বিসিবি সভাপতি অবশ্য নিজের জবাবে শোনাতে পারেননি কোনো আশাবাদ। তিনি জানান, খেলা কবে শুরু হবে তার ধারণা দেওয়া দূরে থাক, এটা নিয়ে কোনো আলোচনারই পরিস্থিতি তৈরি হয়নি এখনও, ‘না, (এ বিষয়ে) কোনো আলোচনা হয়নি। আলোচনা হবে কীভাবে। আমি তো কোনো তারিখ দিতে পারব না যে জুলাইতে খেলব না-কি অগাস্টে খেলব। কিছুই তো জানি না। কাজেই এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না।’
করোনার প্রকোপের পর বাংলাদেশের পাকিস্তান সফর, আয়ারল্যান্ড সফর ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ স্থগিত হয়েছে। সামনে থাকা দ্বিপাক্ষিক সিরিজগুলোর ভবিষ্যতও অন্ধকার। বোর্ড প্রধান বলেন, যেখানে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই শঙ্কা, সেখানে দ্বিপাক্ষিক সিরিজের কথা ভাবা মুশকিল, ‘বিশ্বকাপ যেটা ছিল, সেটাই পেছানোর কথা বলছে। এখানে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কী হবে এটা বলা অত্যন্ত কঠিন। মানে বলতে চাই, আইসিসি ইভেন্টগুলো কবে হবে আমরা তা জানি না। জানতে পারলে ওই অনুযায়ী আবার সূচি পুনর্বিন্যস্ত করতে পারতাম।’
স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলো কি নতুন সূচিতে হবে না-কি একেবারেই বাতিল হয়ে যাবে, তা নিয়ে আছে অস্পষ্টতা। নাজমুল জানান, ‘বিরাট ঝামেলা’ পেরিয়ে তারা চেষ্টা করবেন যত বেশি সম্ভব সিরিজ আয়োজন করার, ‘একটা বিরাট ঝামেলা সামনে আছে। তবে এটা সবার জন্য তো একই। আমরা চেষ্টা করব, বেশিরভাগ খেলা যা ছিল, তা রাখতে পারি কি-না।’
Comments