ফরিদপুরে একদিনে সর্বোচ্চ ৩৫ জনের করোনা শনাক্ত
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ একদিনে সর্বোচ্চ ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৯৭ জনের করোনা শনাক্ত হলো।
আজ বুধবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ সব তথ্য জানা গেছে ।
ফরিদপুর মেডিকেল কলেজ সূত্র জানায়, নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক (৪০) ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী স্বাস্থ্যকর্মী (৩২) আছেন। আজ আলফাডাঙ্গা উপজেলার ১২ জন, নগরকান্দার ছয় জন, বোয়ালমারীর পাঁচ জন, ভাঙ্গার তিন জন এবং সদর উপজেলার নয় জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এ পর্যন্ত শনাক্ত ৯৭ জনের মধ্যে বোয়ালমারী উপজেলায় ২৬ জন, নগরকান্দায় ১৯ জন, ফরিদপুর সদর উপজেলায় ১৯ জন, আলফাডাঙ্গায় ১৭ জন, ভাঙ্গায় ছয় জন, সদরপুরে চার জন, চরভদ্রাসনে তিন জন, মধুখালীতে দুই জন ও সালথা উপজেলায় এক জন আছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘ফরিদপুরে নতুন করে যে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের প্রত্যেকের বাড়ি লক করা হয়েছে। তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে এবং শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে বলেও তিনি জানান।
Comments