চাঁদপুরে আ. লীগ নেতা হত্যায় অভিযুক্ত ৩ জন গ্রেপ্তার
চাঁদপুর সদরের সার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ভুট্টোকে (৫০) ছুরিকাঘাতের পর পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাশেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ড চাইবো।’
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, ‘চাঁদপুর মডেল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.রাশেদের নেতৃত্বে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় । তারা তিনজনই মামলার এজহারভুক্ত আসামি। তবে মামলার প্রধান আসামিসহ অজ্ঞাত অন্য আসামিরা পলাতক আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেই সঙ্গে মামলাটি গুরুত্বসহকারে তদন্ত চলছে।’
মামলার বাদী নিহত আজিজুর রহমান ভুট্টোর স্ত্রী নিলীমা আক্তার রীনা বলেন, ‘আমি অন্য আসামিদেরও গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
গ্রেপ্তারকৃতরা হলেন মনসুর খান (৩৮), মোস্তফা খান কালু (৪৮) ও সুমন খান (৩৪)।
গত সোমবার রাত পৌনে ১১ টার দিকে বাড়ি যাওয়ার পথে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ভুট্টোর উপর হামলা চালায়। এ সময় তার গলায় ও শরীরের কিছু স্থানে ছুরিকাঘাত করার পর পানিতে চুবিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে খুনিদের রেখে যাওয়া ৪টি মোবাইল ফোন, রড, ছুরি ও ৫ জোড়া জুতা উদ্ধার করে।
Comments