প্রধানমন্ত্রীকে জিনপিংয়ের ফোন

করোনা মোকাবিলায় চীনের বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিতে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বেইজিং।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফাইল ফটো

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দিতে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বেইজিং।

গতকাল বুধবার চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এই প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘চীনের প্রেসিডেন্ট (বুধবার) বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন এবং বাংলাদেশের সর্বশেষ করেনা পরিস্থিতি সম্পর্কে তার কাছ থেকে জানতে চান।’

প্রেসসচিব জানান, শি জিনপিং প্রধানমন্ত্রীকে বলেন ‘আপনারা চাইলে আমরা করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত আছি।’

প্রায় ২৫ মিনিটের ফোনালাপে বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও শেখ হাসিনাকে আশ্বাস দেন দেশটির রাষ্ট্রপতি।

শি বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবসময় পাশে আছি এবং আন্তর্জাতিক ফোরামেও সমর্থন দিয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারেও চীন কাজ করে যাবে।’

প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সমবেদনা প্রকাশের জন্য প্রধানমন্ত্রী চীনের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার আহবানও সে সময় পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।’

প্রেস সচিব বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় স্ব স্ব দেশে মেডিকেল সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী প্রেরণ করায় উভয় নেতা পরষ্পরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’ তিনি আরও বলেন, ‘আলাপকালে জাতির পিতার চীন সফরের কথাও স্মরণ করেন চীনা প্রেসিডেন্ট।’

‘জাতির পিতার চীন সফর দুই দেশের সম্পর্কের ভীত রচনা করেছিল’ উল্লেখ করে চীনের রাষ্ট্রপতি জিনপিং এই সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Comments

The Daily Star  | English

WB cuts FY25 growth forecast to 4 percent

The World Bank has slashed its forecast for Bangladesh’s economic growth by 1.7 percentage points to 4 percent due to “significant uncertainties following recent political turmoil” and “data unavailability”.

2h ago