করোনাভাইরাস

বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল, মৃত্যু ৩ লাখ ২৮ হাজার

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ১৯ লাখ মানুষ।
জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য।

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ৩ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় ১৯ লাখ মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৩৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৮ হাজার ১৭২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৩৫০ জন।

একবিংশ শতাব্দীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় মহামারি কোভিড-১৯। গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসটির সংক্রমণ ঘটে। প্রায় আড়াই মাসের মধ্যে গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ায়। এর দেড় মাসের মধ্যেই আরও ৪০ লাখ মানুষ আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৮৫৩ জন এবং মারা গেছেন ৯৩ হাজার ৪৩৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৩১২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৭০৫ জন এবং মারা গেছেন ২ হাজার ৯৭২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৩৯২ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৫ হাজার ৭৮৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৬১৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১১৬ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৫৭৯ জন, মারা গেছেন ১৮ হাজার ৮৫৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৮৩ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৫৫৫ জন, মারা গেছেন ২৭ হাজার ৮৮৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩৬৪ জন, মারা গেছেন ৩২ হাজার ৩৩০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩২ হাজার ২৮২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭০০ জন, মারা গেছেন ২৮ হাজার ১৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৪৭২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৭৩ জন, মারা গেছেন ৮ হাজার ১৪৪ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৯৬৬ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৪৯ জন, মারা গেছেন ৭ হাজার ১৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৮০৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৫৮৭ জন, মারা গেছেন ৪ হাজার ২২২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৯৮৭ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪৪২ জন, মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৪২২ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৬৩ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩১০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২৬ হাজার ৭৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৩৮৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৭ জন।

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

26m ago