বাঁধ ভেঙে পানির নিচে ৫০টি গ্রাম, নারীর মৃত্যু

সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়েছে পড়েছেন কয়েক হাজার মানুষ। উপড়ে পড়েছে গাছ-পালা। সম্পূর্ণ ও আংশিক ভেঙে গেছে হাজারেরও বেশি ঘর-বাড়ি।
স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়েছে পড়েছেন কয়েক হাজার মানুষ। উপড়ে পড়েছে গাছ-পালা। সম্পূর্ণ ও আংশিক ভেঙে গেছে হাজারেরও বেশি ঘর-বাড়ি।

আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, সড়ক-মহাসড়কে গাছ ভেঙে পড়ে শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া, সাতটি উপজেলায় অসংখ্য গাছ ভেঙে পড়েছে। আমাদের টিম পুনর্বাসনের কাজ শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের বাঁধে ২৩টি পয়েন্ট দিয়ে পানি ঢুকে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা ঝড়ে ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করবেন।

ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে করিমন বিবি নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৪০ বছর। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ওই নারীর বাড়ি উপজেলার কামালনগর এলাকায়। ঝড়ের সময় ডাল ভেঙে পড়ে আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

8h ago