ভোলায় ফসল, গবাদি পশুর ব্যাপক ক্ষতি
গতকাল বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দ্বীপ জেলা ভোলার ২১টি চরের বেশিরভাগই প্লাবিত হয়েছে। ফলে সেখানকার ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা পিয়াস কুমার দাশ আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্তত ৩০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।’
‘মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে তথ্য নেওয়া হচ্ছে,’ যোগ করেন তিনি।
জেলায় ১ লাখ ৭২ হাজার মহিষ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘চরাঞ্চলে পানি বেড়ে যাওয়ায় গবাদি পশুরও ব্যাপক ক্ষতি হয়েছে।’
এছাড়াও, মনপুরায় মেঘনা নদীর আট কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে সেখানকার ফসলি জমি পানির নিচে চলে গেছে বলে জানিয়েছেন পিয়াস কুমার দাশ। বলেন, ‘সেখানকার অনেক বাড়ি-ঘর ভেঙে গেছে।’
Comments