সিলেটে করোনায় আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আবুল কাশেম (৪০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহিনুর ইসলাম শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোররাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়। আবুল কাশেমের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মালপাড়া গ্রামে। দীর্ঘ দিন থেকে গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে বসবাস করছিলেন। বাজারে তার একটি ফার্মেসি আছে। গত ১৯ মে তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিলেন।’
‘গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়’— বলেন ডা. শাহিনুর ইসলাম শাহীন।
Comments