করোনা থেকে সুস্থ, আট দিন পর উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শেফালী রানী দাস (৫৪) মারা গেছেন।
গতকাল বুধবার রাতে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'শেফালী দাসের গত ২৪ এপ্রিল করোনা শনাক্ত হয়েছিল। পরে, মে মাসের ৮ ও ১৩ তারিখ দুই দফায় তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তিনি ময়মনসিংহ শহরে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
শেফালী দাস দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে ভুগছিলেন বলেও জানান তিনি। জাকিউল ইসলাম বলেন, 'গতকাল রাত সাড়ে ১২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
যোগাযোগ করা হলে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম জানান, মারা যাওয়ার পর, আবার তার নমুনা নেওয়া হয়েছে এবং রিপোর্ট পেলে বোঝা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।
শেফালী প্রথম স্বাস্থ্যকর্মী যিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, বলেন সিভিল সার্জন।
Comments