আম্পানের ছোবল ঈশ্বরদীতেও, লণ্ডভণ্ড লিচু বাগান

ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে গেছে পাবনার ঈশ্বরদীর লিচু চাষিদের স্বপ্ন। এক রাতের প্রবল ঝড়-বৃষ্টিতে এই উপজেলার প্রায় সব বাগানের লিচু ঝরে পড়েছে। উপড়েও গেছে অসংখ্য গাছ। যেগুলো ক্ষতবিক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে সেগুলোতে ফল নেই বললেই চলে।
ছবি: স্টার

ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে গেছে পাবনার ঈশ্বরদীর লিচু চাষিদের স্বপ্ন। এক রাতের প্রবল ঝড়-বৃষ্টিতে এই উপজেলার প্রায় সব বাগানের লিচু ঝরে পড়েছে। উপড়েও গেছে অসংখ্য গাছ। যেগুলো ক্ষতবিক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে সেগুলোতে ফল নেই বললেই চলে।

সমুদ্র থেকে কয়েক শ কিলোমিটার দূরে আম্পানের অকল্পনীয় তাণ্ডবে মাথায় হাত পড়েছে লিচু চাষিদের।

এ বছর করোনা প্রভাবে এমনিতেই লিচু বিক্রি নিয়ে শঙ্কায় সময় কাটছিল লিচু চাষিদের। অন্যান্য বছর এই সময়টায় পাইকাররা লিচু কিনতে ঈশ্বরদীতে ভিড় করলেও এবার তাদের দেখা নেই। এর মধ্যে আবার আটি লিচু উঠতে শুরু করেছিল। আর কয়েকদিনের মধ্যেই রসালো বোম্বাই লিচু নামানো যেত গাছ থেকে। ঘূর্ণিঝড়ে লিচু চাষিরা এখন দিশেহারা।

লিচু বাগান মালিকদের ভাষ্য, বুধবার রাতে পুরো ঈশ্বরদীর কমপক্ষে ৩০ ভাগ লিচু নষ্ট হয়ে গেছে। টাকার অংকে এটা ২০০ কোটি ছাড়াবে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ বলছেন, আমরা ক্ষতি নিরূপণের কাজ করছি। এই মুহূর্তে সঠিক চিত্র দেওয়া কঠিন হবে। খুব দ্রুত ক্ষতিগ্রস্তেও তালিকা করা হবে।

উপজেলায় ৩ হাজার ২০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। লিচু উৎপাদনের সম্ভাবনা ছিল ৩৪ হাজার মেট্রিক টন যার দাম প্রায় ৫০০ কোটি টাকা।

Comments