ফরিদপুরে আরও ৬ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে আরও ছয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১০৩ জনের করোনাভাইরাস শনাক্ত হলো।
জেলা সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাবের নমুনা পরীক্ষায় আজ ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সবাই পুরুষ। তাদের মধ্যে চার জন ফরিদপুর সদরের ও বাকি দুই জন বোয়ালমারী উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, নতুন করে আক্রান্ত বোয়ালমারী উপজেলার একজনের বাবা গত সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
সিভিল সার্জন জানান, জেলায় মোট শনাক্ত ১০৩ জনের মধ্যে বোয়ালমারীতে রয়েছে ২৮ জন, নগরকান্দায় ১৯ জন, ফরিদপুর সদরে ২৩ জন, আলফাডাঙ্গায় ১৭ জন, ভাঙ্গায় ছয় জন, সদরপুরে চার জন, চরভদ্রাসনে তিন জন, মধুখালীতে দুই জন ও সালথায় একজন।
যোগাযোগ করা হলে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর শহরসহ বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ছয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের বাড়িতে রেখে চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে বলে।
Comments