করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ৩ লাখ ৩২ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে প্রায় ৯৫ হাজার

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৯ লাখ মানুষ।
করোনা মোকাবিলায় কাজ করছেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা। ২১ মে ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ইতোমধ্যে ৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫১ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ১৯ লাখ মানুষ।

আজ শুক্রবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ২ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ৯২৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৭৪৬ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ২৮৭ জন এবং মারা গেছেন ৯৪ হাজার ৭০২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪১৮ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৭ হাজার ৫৫৪ জন এবং মারা গেছেন ৩ হাজার ৯৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯২ হাজার ৬৮১ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৬ হাজার ১২৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৩৪ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৮৭ জন, মারা গেছেন ২০ হাজার ৪৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৬০ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৩৭ জন, মারা গেছেন ২৭ হাজার ৯৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৬ জন, মারা গেছেন ৩২ হাজার ৪৮৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৬০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৯৫১ জন, মারা গেছেন ২৮ হাজার ২১৮ জন এবং সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৯৭৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ২১ জন, মারা গেছেন ৮ হাজার ২০৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৮৭ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৪১ জন, মারা গেছেন ৭ হাজার ২৪৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬৪ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫৪৮ জন, মারা গেছেন ৪ হাজার ২৪৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯০ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ২২৬ জন, মারা গেছেন ৩ হাজার ৫৮৪ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৫৫৩ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৬৩ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩১০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২৮ হাজার ৫১১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৪০৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০২ জন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

7h ago