সিলেট বিভাগে বাড়ছে করোনা রোগী, নতুন শনাক্ত ৬৪ জন
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চার জেলায় নতুন আক্রান্ত ৬৪ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নতুন শনাক্তদের মধ্যে হবিগঞ্জ জেলার ২৫ জন, মৌলভীবাজারের ২২ জন, সিলেটের ১১ জন ও ছয় জনের বাড়ি সুনামগঞ্জ জেলায়। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৬৩ জনে দাঁড়িয়েছে। সিলেট জেলায় মোট শনাক্ত রোগী ২৩৬ জন, হবিগঞ্জে ১৫৬ জন, সুনামগঞ্জে ৮৮ জন ও মৌলভীবাজারে ৮৩ জন।’
তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৬৯ জন ও সুস্থ হয়েছেন ১৫৭ জন। গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ১১টি ফলাফল পজিটিভ আসে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে একটি পজিটিভ ফলাফল আসে। এ ছাড়া, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো নমুনার মধ্যে ৫২টি ফলাফল পজিটিভ আসে।’
Comments