রোনালদোর পর্যায়ে পৌঁছাতে পারে হালান্ড: রিভালদো

ronaldo and haaland
ছবি: এএফপি

বরুশিয়া ডর্টমুন্ডের এরলিং ব্রাট হালান্ডের খেলায় মজেছেন ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড রিভালদো। এক সময়ের সতীর্থ ও কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর পর্যায়ে পৌঁছানোর মতো দক্ষতা নরওয়ের এই তরুণের মাঝে দেখতে পাচ্ছেন তিনি।

বেটফেয়ার নামক বাজিকর প্রতিষ্ঠানের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটে নিয়মিত কলাম লেখেন রিভালদো। সম্প্রতি হালান্ডকে নিয়ে নিজের বিশ্লেষণ উপস্থাপন করেছেন এই বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার। ১৯ বছর বয়সী স্ট্রাইকারকে অবশ্য এখনই দ্য ফেনোমেনন খ্যাত রোনালদোর উত্তরসূরি ভাবতে নারাজ তিনি। তবে হালান্ডের সাফল্যের চূড়ায় পৌঁছানোর সম্ভাবনা নিয়ে তার কোনো দ্বিমত নেই।

‘কিছু লোক ইতোমধ্যে রোনালদো নাজারিওর সঙ্গে হালান্ডের খেলার ধরনের তুলনা শুরু করেছেন। কিছু মিল থাকতেও পারে (দুজনের মধ্যে)। কারণ, হালান্ড দ্রুতগতিসম্পন্ন, নির্ভীক আর প্রচুর গোল করতে পারে। তবে সে রোনালদোর উত্তরসূরি হবে কি-না তা নিয়ে ভাবার সময় এখনও আসেনি।’

‘রোনালদো দুটি বিশ্বকাপ জিতেছে এবং চারটিতে অংশ নিয়েছিল। সে যেভাবে বল নিয়ে দৌড়ে যেত এবং গোল করত, সেটা গোটা  বিশ্বকে চমকে দিয়েছিল। তাই হালান্ড রোনালদোর স্তরে পৌঁছতে পারে কি-না তা দেখার আমাদের আরও সময় প্রয়োজন। তবে আমার কিংবদন্তি সতীর্থের পর্যায়ে যাওয়ার মতো দক্ষতা হালান্ডের রয়েছে বলে আমার মনে হয়।’

সাবেক বার্সেলোনা তারকা রিভালদোর মতে, অদূর ভবিষ্যতে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে লা লিগার কোনো ক্লাবে যোগ দেবেন হালান্ড। স্প্যানিশ গণমাধ্যমগুলোতেও এমন গুঞ্জন চলছে গেল কিছুদিন ধরে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ হালান্ডের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। নিজের সাবেক ঠিকানা বার্সাও এই নরওয়েজিয়ানের জন্য আদর্শ ক্লাব হতে পারে বলে মনে করেন রিভালদো।

‘আগামী গ্রীষ্মে (দলবদলে) রিয়াল মাদ্রিদ হালান্ডের পছন্দের নতুন গন্তব্য হতে পারে বলে মনে হচ্ছে। স্প্যানিশ ফুটবলকে সমৃদ্ধ করার মতো যথেষ্ট গুণাবলী এরই মধ্যে সে দেখিয়েছে। গোলপোস্টের সামনে সে নির্মম! এটা তার জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে। বার্সেলোনাও তার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।’

‘মাত্র ১৯ বছর বয়সেই সে একজন দুর্দান্ত খেলোয়াড়। তবে ভবিষ্যতে সে আরও উন্নতি করতে পারে এবং আক্রমণভাগে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হতে পারে।’

চলতি বছরের শুরুতে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবুর্গ থেকে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে হালান্ডকে দলে টানে জার্মান পরাশক্তি ডর্টমুন্ড। নতুন ক্লাবের হয়ে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। বুন্ডেসলিগায় ৯ ম্যাচ খেলে করেছেন ১০ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে তার নামের পাশে রয়েছে ১৩ গোল।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

53m ago