কক্সবাজারে সাগরপাড় থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগান থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরবেলায় উদ্ধার করা মরদেহটি কক্সবাজার পৌর শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার চেয়ারম্যানঘাটা এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে মোহাম্মদ আলমগীরের (২৪) বলে নিশ্চিত করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. শাহাজাহান কবির বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে একদল পুলিশ সমুদ্র সৈকতের ঝাউবন এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরের মরদেহ উদ্ধার করে।’
‘সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে,’ বলেও জানান তিনি।
সূত্র জানায়, মোহাম্মদ আলমগীর গত ১৮ এপ্রিল শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার মায়েরঘোণা এলাকায় নৃশংসভাবে নিহত হওয়া আবু সৈয়দ (৬৫) ওরফে বিডিআর সৈয়দ হত্যা মামলার প্রধান আসামি। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
‘তার বিরুদ্ধে হত্যা, দখল, ডাকাতি, মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ ২০ মামলা রয়েছে,’ উল্লেখ করে ওসি আরও বলেন, ‘আলমগীর কীভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।’
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
Comments