করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যু

Taufiqul Alam-1.jpg
তৌফিকুল আলম। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আজ শুক্রবার সকালে একজন অতিরিক্ত সচিব মারা গেছেন।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসিরউদ্দিন জানান, অবসরোত্তর ছুটিতে থাকা অতিরিক্ত সচিব তৌফিকুল আলম আজ সকাল ১০টার দিকে হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার আগে তৌফিকুল আলম তথ্য কমিশন সচিবের দায়িত্বপালন করেন। এ মাসের শুরুর দিকে করোনা সংক্রমণ নিয়ে তিনি ঢামেকে ভর্তি হয়েছিলেন।

ঢামেক সূত্রে জানা গেছে, চিকিৎসার মাঝখানে শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু কয়েকদিনের মধ্যে ফের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

তৌফিকুল আলমের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন।

এর আগে, গত ৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যাডমিন বিভাগের একজন পরিচালক মারা যান।

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

11h ago