বিসিবি পরিচালক শফিউল নাদেলের করোনা শনাক্ত

shafiul nadel
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ‘বুধবার নমুনা দেওয়ার পর সিলেট এমএএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষায় গতকাল বৃহস্পতিবার আমার করোনা শনাক্ত হয়।’

দেশজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত বেশ কিছুদিন ধরেই নিয়মিত ত্রাণ ও সাহায্য দিতে বিভিন্ন জায়গায় গিয়েছেন নাদেল। এর মধ্যেই কোথাও থেকে ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে মনে করেন তিনি, ‘দীর্ঘদিন ধরেই ত্রাণ ও সাহায্য প্রদানে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন হাসপাতালেও পরিদর্শনে গিয়েছি, এর মধ্যেই কোথাও থেকে হয়তো সংক্রমিত হয়েছি।’

করোনার উপসর্গ দেখা দেওয়ার পরপরই চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার কথা জানান তিনি, ‘চার দিন আগে একটু জ্বর হওয়ার পর ডাক্তারদের সঙ্গে কথা বলি। তাদের পরামর্শে করোনা উপসর্গ দেখা দিলে যে ঔষধ খেতে হয়, তা চালু করে দেই।’

নাদেল আরও বলেন, ‘যেহেতু আমাকে বিভিন্ন কাজে অনেক মানুষের সংস্পর্শে যেতে হয়, তাই আমি সিলেটের সিভিল সার্জনের সঙ্গে কথা বলে বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসি। বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন জানান যে, আমার করোনা শনাক্ত হয়েছে।’

গতকাল থেকেই বাসাতে আইসোলেশনে আছেন বিসিবি পরিচালক নাদেল। তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago