গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
গাজীপুরের টঙ্গীতে বন্দুকযুদ্ধে মোহাম্মদ হাসান (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ শনিবার সকালে র্যাব-১ এর অপারেশন অফিসার মোরশেদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাসান একজন চিহ্নিত সন্ত্রাসী। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ নানা অভিযোগে ১৫টি মামলা আছে।’
মোরশেদুল হাসান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল কিছু সন্ত্রাসী অপরাধ করার উদ্দেশ্যে হাজি মাজহার বস্তি এলাকায় একত্রিত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তারা গুলি চালাতে শুরু করে। র্যাবও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ হয়। হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানে দুই র্যাব সদস্য সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড গুলি ও চার শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’
Comments