'স্পেনের ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক'

real madrid and toni kroos
ছবি: এএফপি

এ নিয়ে বিতর্কের শেষ নেই। বিশেষ করে ভক্তদের মধ্যে। এক পক্ষ বল থাকেন রেফারিরা বার্সেলোনাকে বেশি সমর্থন দেন, অপর পক্ষ বলেন রিয়ালকে। তবে সম্প্রতি লা লিগার সাবেক সাবেক স্প্যানিশ রেফারি এদুয়ার্দো ইতুরালদে গনজালেসের জানিয়েছেন, ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদকে সমর্থন দেয়, আর বাকি ১০ শতাংশ বার্সেলোনার।

১৯৯৫ সালে রেফারি হিসেবে কাজ শুরু পর ২০১২ সালে অবসর নেন ইতুরালদে। এর আগে লা লিগায় ৩০০ এর বেশি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। তিনটি এল ক্লাসিকো ম্যাচের দায়িত্বও পালন করেছেন। ২০১২ সালে সব শেষ ম্যাচে যে ম্যাচে দায়িত্বে ছিলেন সে ম্যাচটিও ছিল রিয়াল মাদ্রিদের। প্রতিদ্বন্দ্বী ছিল রিয়াল বেটিস। সে ম্যাচ অবশ্য শেষ করতে পারেননি তিনি। পেশীতে টানা লাগায় মাঝ পথেই নেমে যেতে হয় তাকে।

বৃহস্পতিবার স্পেনের কাদেনা সের রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রেফারিদের রিয়াল অথবা বার্সেলোনার সমর্থন নিয়ে কথা বলেন ইতুরালদে। তার যুক্তি, স্পেনে বেশির ভাগ মানুষ ছোট বেলা থেকেই রিয়ালের সমর্থন করে, 'প্রায় ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক, ১০ শতাংশ বার্সেলোনার। বার্সেলোনার সমর্থকরা পছন্দ করুক বা না করুক, কাতালুনিয়া ছাড়া স্পেনের ৭০ শতাংশ মানুষ রিয়াল মাদ্রিদের সমর্থক।'

তবে সাম্প্রতিক সময়ে বার্সেলোনার সমর্থন কিছুটা বেড়েছে বলে জানালেন ইতুরালদে। বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা ও ফুটবল জাদুকর লিওনেল মেসির কল্যাণে স্পেনে কাতালানদের সমর্থন বেড়েছে বলে মনে করেন তিনি, 'এখন বার্সেলোনার অনেক সমর্থক আছে। তরুণ প্রজন্মরা পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনাকে শিরোপা জিততে দেখেছে। কিন্তু লিওনেল মেসি যুগের আগে স্পেনের কত শতাংশ মানুষ রিয়াল মাদ্রিদকে সমর্থন করত? ৭০ শতাংশের মতো?'

তবে ব্যক্তিগতভাবে ইতুরালদে নিজে অবশ্য রিয়াল কিংবা বার্সেলোনা কারও সমর্থক নন। তিনি সমর্থক করেন অ্যাতলেতিক বিলবাওয়ের। তবে নিজের কাজ শতভাগ নিষ্ঠা নিয়েই করেছেন বলে জানান তিনি, 'আমি সৌভাগ্যবান আমি বিলবাওতে জন্ম নিয়েছি। সেখানে সবাই অ্যাতলেতিকের সমর্থক। সবাই জানে আমিও অ্যাতলেতিক। তবে নিরপেক্ষ হতে আমি তাদের বিরুদ্ধে গিয়েছি।'

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

50m ago