নিম্ন আদালতের দুই বিচারকের করোনা শনাক্ত
নিম্ন আদালতের দুই বিচারকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর, একই রোগে আক্রান্ত হাইকোর্টের বিচারপতির অবস্থার উন্নতি হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক আজ শনিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মুন্সীগঞ্জ জেলা আদালতে কর্মরত এক বিচারক ও নেত্রকোনায় কর্মরত আরেক বিচারকের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মুন্সীগঞ্জ আদালতের এক কর্মচারীও আক্রান্ত হয়েছেন।’
মন্ত্রী নিজেই তাদের খবর রাখছেন উল্লেখ করে বলেন, ‘তাদের যথাযথ চিকিত্সার জন্য ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। আমি তাদের খোঁজ রাখছি।’
এদিকে, সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হাইকোর্টের বিচারকের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে তিনি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে ২৮ মে পর্যন্ত ভার্চুয়াল কোর্টের কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।
আদালত সূত্র জানায়, অবস্থার উন্নতি হওয়ায় করোনায় আক্রান্ত হাইকোর্টের বিচারককে গত ২১ মে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। গত ১১ মে করোনা শনাক্তের দুই দিন পর তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে, অবস্থার অবনতি হলে, তাকে ১৬ মে সিএমএইচে নেওয়া হয়।
Comments