চাঁদপুর, ফরিদপুর, বাগেরহাটে আরও ১৭ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে দুই পুলিশ সদস্য ও ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ সাত জন, ফরিদপুরে মা-ছেলেসহ পাঁচ জন ও বাগেরহাটে ঢাকাফেরত বাবা-মেয়েসহ আরও পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চাঁদপুর

চাঁদপুরে আজ শনিবার আরও সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১১৮ জনের করোনা শনাক্ত হলো। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্ত সাত জনের মধ্যে চাঁদপুর সদরের চার জন, কচুয়ার একজন, ফরিদগঞ্জের একজন ও হাজীগঞ্জের একজন রয়েছেন। তাদের মধ্যে দুই জন পুলিশ সদস্য ও দুই জন ওষুধ কোম্পানির প্রতিনিধি।

ফরিদপুর

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় মা-ছেলেসহ পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। জেলা সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাবে নতুন করে যে পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে চার জন ভাঙ্গা উপজেলার ও একজন ফরিদপুর সদরের বাসিন্দা।

বাগেরহাট

বাগেরহাটে চট্টগ্রামফেরত স্বামী-স্ত্রী ও ঢাকাফেরত বাবা-মেয়েসহ নতুন করে পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজনকে আইসোলেশনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। এ নিয়ে বাগেরহাটে ১৯ জনের করোনা শনাক্ত হলো। জেলা সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির আজ শনিবার এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় বাগেরহাটের পাঁচ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। পরে সেটা বাগেরহাটের জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। চট্টগ্রামফেরত স্বামী-স্ত্রী ও ঢাকাফেরত বাবা-মেয়ে ফকিরহাট উপজেলার বাসিন্দা। আক্রান্ত অপর ব্যক্তি বাগেরহাট সদরের বলে জানান সিভিল সার্জন।

 

Comments