৮ জুন লা লিগা ফেরার অনুমতি দিয়েছে স্প্যানিশ সরকার
অনেক দিন থেকেই ফুটবল ফেরানোর চেষ্টা চলছে স্পেনে। খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি মিলেছে সপ্তাহ দুই হতে চলল। গত সপ্তাহ থেকে দলীয় অনুশীলনও শুরু করেছে তারা। এবার লিগ শুরু সম্ভাবনাও জোরালো হয়েছে। আগামী ৮ জুন থেকে লা লিগা ফেরার অনুমতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে স্থগিত হয়ে আছে লা লিগা। দুই মাস বন্ধ থাকার পর ফের মাঠে ফিরতে যাচ্ছে স্পেনের শীর্ষ এ লিগ। এর আগে অবশ্য সম্ভাব্য সূচি হিসেবে ১২ জুনের কথা জানিয়েছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। সেভিয়া-রিয়াল বেতিসের ম্যাচ দিয়ে শুরুর পরিকল্পনার কথাও জানা গেছে। তবে অপেক্ষা ছিল সরকারের সবুজ সংকেতের। শনিবার (২৩ মে) মিলেছে তাও।
প্রতিযোগিতা ফেরার সম্ভাব্য তারিখ ঘোষণা করেন সানচেজ বলেছেন, 'যা করা উচিত ছিল, স্পেন তাই করেছে এবং এখন সবার জন্য নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সময় এসেছে অনেক দৈনন্দিন কর্মকান্ডগুলো ফিরিয়ে আনার। আগামী ৮ জুন, লা লিগা ফিরবে।'
ইতালির পর ইউরোপে করোনাভাইরাস সবচেয়ে বেশি ভয়াবহ হয়ে উঠেছিল। মারা গেছেন ২৮ হাজার ৬২৮ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৫ হাজারের কাছাকাছি। তবে আশার খবর সাম্প্রতিক সময়ে এর ভয়াবহতা কমেছে। স্বাভাবিক অবস্থা ফিরছে অনেকটাই।
Comments