ঘরে ঘরে করোনার নমুনা সংগ্রহে ১০টি টিম

কক্সবাজার সদর উপজেলায় ঘরে ঘরে করোনাভাইরাসের নমুনা সংগ্রহে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সদর উপজেলার আওতাধীন মোট ১০টি ইউনিয়নে সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠাতে ১০টি টিম গঠন করা হয়েছে।

কক্সবাজার সদর উপজেলায় ঘরে ঘরে করোনাভাইরাসের নমুনা সংগ্রহে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সদর উপজেলার আওতাধীন মোট ১০টি ইউনিয়নে সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠাতে ১০টি টিম গঠন করা হয়েছে।

কক্সবাজার সদরসহ সমগ্র কক্সবাজার জেলায় দিন দিন করোনাভাইরাসের প্রকোপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ এই টিম গঠন করেছে। কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান গতকাল শনিবার এই টিমগুলো গঠন করে চিঠি দিয়েছেন।

প্রতিটি টিমে একজন দলনেতা ও একজন সদস্য সচিবসহ মোট আটজন সদস্য রয়েছে। চিঠিতে সকল সদস্যর সঙ্গে যোগাযোাগের জন্য তাদের মুঠোফোন নাম্বার দেওয়া হয়েছে।

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, খুরুশকুল, চৌফলদন্ডী, পিএমখালি, ঈদগাঁও, পোকখালি, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ ও ভারুয়াখালি ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে এই টিমের সদস্যরা নমুনা সংগ্রহ করবে।

কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী এহসান বলেন, ‘চরম স্বাস্থ্য ঝুঁকি থাকার পরও বৈশ্বিক মহামারি করোনায় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি জানান, গঠিত স্বাস্থ্য টিমের কর্মপরিধি ও ভৌগলিক সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তিনি স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনকালীন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বশীল সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান। কারও শরীরে করোনার উপসর্গ দেখা দিলে স্ব স্ব ইউনিয়নের কর্মীদের অথবা তার মুঠোফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

19m ago