কক্সবাজারে আরও ৪৯ জনের করোনা শনাক্ত

Corona test logo
প্রতীকী ছবি। সংগৃহীত

কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে স্থাপিত আইইডিসিআরের ফিল্ড ল্যাবে আজ রবিবার মোট ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৮ জন।

এদের মধ্যে নতুন শনাক্ত হয়েছেন ৪৯ জন এবং দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে ১৯ জনের। নতুনভাবে শনাক্ত ৪৯ জনের মধ্যে রয়েছেন  কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, পেকুয়ায় সাত জন, চকরিয়ায় ১৮ জন, উখিয়ায় তিন জন ও টেকনাফে চারজন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুজন ও রোহিঙ্গা নাগরিক চার জন। এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। 

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত ৬০ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। করোনায় মারা গেছেন চার জন। 

কক্সবাজার জেলা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। আজ পর্যন্ত এ ল্যাবে মোট পাঁচ হাজার ৭১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট করোনা শনাক্ত হয়েছে ৪৪০ জনের। এর মধ্যে কক্সবাজার জেলার ৩৭৮জন, বান্দরবান জেলার ১৪ জন ও চট্টগ্রাম জেলার রয়েছেন ২৩ জন। রোহিঙ্গাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ২৫ জন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago