মাদারীপুরে নার্সসহ আরও ২১ জনের করোনা শনাক্ত

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নার্সসহ আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মাদারীপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮৫ জনে।

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নার্সসহ আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মাদারীপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮৫ জনে।

আজ রোববার মাদারীপুরের সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে আক্রান্ত ২১ জনের মধ্যে সদর উপজেলায় ৬ জন, রাজৈরে ৭, কালকিনিতে ৭ এবং শিবচরে একজন রয়েছেন। নতুন শনাক্তদের বাড়িতে ও হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুর সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় একজন সুস্থ হয়েছেন। আক্রান্ত ৮৫ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। করোনায় জেলায় মারা গেছেন দুজন।

Comments

The Daily Star  | English
Saber Hossain Chowdhury minister for environment, forests and climate change

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

9m ago