ফেনীতে ভূমি কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত আরও ৬
ফেনীতে একজন ভূমি কর্মকর্তাসহ আরও ছয় জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। গতকাল রোববার রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, জেলায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭৩ জন করোনা রোগী। তাদের মধ্যে ২৭ জন সুস্থ হয়েছেন এবং দুজন মারা গেছেন। বাকীরা স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত কয়েকদিন আগে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অধিবাসী এক যুবক ঢাকা থেকে ফেরার পর তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। গত সোমবার রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ।
দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়ন ও রাজাপুর ইউনিয়নে তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন স্থানীয় ভূমি কর্মকর্তা ও অপর দুজন ঢাকাফেরত। গত ১৯ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। নতুন শনাক্ত হওয়া ছয় জনের মধ্যে বাকী দুজনের একজন সোনাগাজী উপজেলা সদর ও অপরজন মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন জানান, তাদেরকে হোম আইসোলেশনে রেখে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে চিকিৎসা দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গতকাল রোববার পর্যন্ত ১ হাজার ২৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হলেও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশান ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে মোট ১ হাজার ৯৫ জনের প্রতিবেদন পাওয়া গেছে।
Comments