টাঙ্গাইলে আরও ১৩ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মির্জাপুর উপজেলায় ছয় জন, দেলদুয়ার তিন জন, নাগরপুর, বাসাইল, ঘাটাইল ও মধুপুর উপজেলায় একজন করে আছেন।
এ নিয়ে জেলায় চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মীসহ ১০৯ জনের করোনা শনাক্ত হলো।
আজ সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জেলায় এখন পর্যন্ত ১৬৪২ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি ৪৭০ জনের ।
তিনি আরো জানান, জেলায় ৪৪৪১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১০৯ জনের রিপোর্ট পজিটিভ ও ৩৮৬২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। মৃত্যু হয়েছে চার জনের।
টাঙ্গাইল জেলনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালটিতে স্থাপিত ৫০ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৫ জন ভর্তি হয়, তাদের মধ্যে ছয় জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন।
Comments