লালমনিরহাটে ময়ূর উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী গ্রাম থেকে একটি ময়ূর উদ্ধার করেছে গ্রামবাসী।
উদ্ধার হওয়া ময়ূর। ছবি: স্টার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী গ্রাম থেকে একটি ময়ূর উদ্ধার করেছে গ্রামবাসী।

গতকাল সোমবার দুপুরে উপজেলার জাওরানী গ্রামের প্রভাষক আব্দুস ছালামের বাড়ির পাশ থেকে ময়ূরটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় তারা ময়ূরটি দেখতে পান। পরে সকলে মিলে ময়ূরটিকে আটক করে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগকে অবগত করেন। খবর পেয়ে আশেপাশের গ্রামের হাজারো মানুষ ময়ূরটি দেখতে ওই বাড়িতে ভিড় করন।

হাতীবান্ধা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক দ্য ডেইলি স্টারকে জানান, গ্রামবাসীর খবরে ঘটনাস্থলে কর্মী পাঠিয়ে ময়ূর নিয়ে আসা হয়েছে। ময়ূরটি ঝড়ের কবলে পড়ে সীমান্তের ওপার থেকে বাংলাদেশে চলে এসেছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি  রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Govt cancels deal with Summit Group for second FSRU

Summit terms termination of the deal ‘unjustified’, says will appeal for review

29m ago