করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের ট্রায়াল স্থগিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সম্ভাব্য ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এএফপি জানায়, গত সপ্তাহে ‘ল্যানসেট’ সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে হাইড্রোক্সিক্লোরোকুইনের কারণে কোভিড-১৯ রোগীদের মৃত্যুর ঝুঁকির কথা উঠে আসার পর এর ট্রায়াল স্থগিত করেছে ডব্লিউএইচও।
সোমবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ঝুঁকি এড়াতে কয়েকটি দেশ সাময়িকভাবে এটির ব্যবহার নিষিদ্ধ করেছে।
ল্যানসেটে প্রকাশিত গবেষণায় বলা হয়, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন দিয়ে করোনা চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ায় বিপজ্জনক হার্ট অ্যারিথিমিয়া সৃষ্টি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
এখন পর্যন্ত কোনো গবেষণায় কোভিড-১৯ চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধটি ব্যবহারের দৃশ্যমান সাফল্য পাওয়া না গেলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি ব্যবহারে জোর দিয়েছেন। তার দেশের ওষুধ প্রশাসন করোনা চিকিৎসায় এই ওষুধটির ঝুঁকি সম্পর্কে সতর্ক করলেও ট্রাম্প ওষুধটিকে করোনা চিকিৎসায় ‘গেমচেঞ্জার’ হিসেবে উল্লেখ করেন।
গত সপ্তাহের শুরুতে ট্রাম্প দাবি করেন, করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য তিনি প্রতিদিন হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করছেন।
করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় দেশ ব্রাজিলও এই ওষুধ ব্যবহারের কথা জানায়।
Comments