করোনার চিকিৎসায় চট্টগ্রামে বেসরকারি দুই হাসপাতাল অধিগ্রহণ করবে সরকার

ইম্পেরিয়াল হাসপাতাল

চট্টগ্রামে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নির্ধারিত সরকারি হাসপাতালে শয্যা সংকটের পরিপ্রেক্ষিতে দুটি বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

হাসপাতাল দুটি হলো ইম্পেরিয়াল হাসপাতাল ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল। দুটো হাসপাতালই নগরীর খুলশি এলাকায় অবস্থিত।

জানতে চাইলে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, বুধবার সকালে আমরা হাসপাতাল দুটির কর্তৃপক্ষের সাথে বৈঠক করব।

‘বৈঠকের পর আমরা বুঝতে পারব কখন এবং কীভাবে এই হাসপাতাল দুইটি করোনা রোগীদের চিকিৎসার জন্য চালু করতে পারব।’

‘যত দ্রুত সম্ভব আমরা হাসপাতাল দুটি প্রস্তুত করতে চাই। সেখানে কী কী সুযোগ-সুবিধা আছে সেটা বৈঠকের পর পরিষ্কার ধারণা পাব’, যোগ করেন তিনি।

দুটি হাসপাতালের মধ্যে ৩৫০ শয্যার ইম্পেরিয়াল হাসপাতালটি সম্প্রতি উদ্বোধন হয়েছে। এ হাসপাতালটি চট্টগ্রাম শহরের সবচেয়ে আধুনিক সুবিধা সম্বলিত হাসপাতাল হিসেবে পরিচিত। অন্যদিকে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে শয্যা সংখ্যা প্রায় ২০০।

Comments

The Daily Star  | English
Road Transport Act 2018: Govt moves to relax punishment, fines

All Dhaka buses to run under Nagar Paribahan

All passenger buses in Dhaka are scheduled to operate under Dhaka Nagar Paribahan, according to new decision yesterday by Bus Route Rationalization Committee (BRCC)

1h ago