করোনায় মারা গেলেন চট্টগ্রাম সিটি কাউন্সিলর

Deadbody_Corona
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন সিটি কাউন্সিলর কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন।

পূর্ব মাদারবাড়ির (৩০ নং ওয়ার্ড) কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী (৬৮) গতকাল রাত ৯টায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন তার শ্যালক রফিকুল ইসলাম।

মাজহারুল ইসলাম আওয়ামী লীগের সদরঘাট ইউনিটের সাধারণ সম্পাদকও ছিলেন।

রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, এক সপ্তাহ আগে চট্টগ্রামে মাজহারুল ইসলামের করোনা পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। কিন্তু, তার শ্বাসকষ্ট ক্রমেই বেড়ে যাচ্ছিল।

তিনি বলেন, ‘আমরা তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেই। প্রথমে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পুনরায় পরীক্ষা করার পর করোনা পজিটিভ পাওয়া গেলে তাকে আনোয়ার খান হাসপাতালে পাঠিয়ে দেয় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই তিনি মারা যান।’

মাজহারুল ইসলাম চৌধুরীর মৃত্যুর পর থেকে তার পরিবারের সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago