আম্পানে পূর্ব সুন্দরবনে ক্ষতি ১ কোটি ৬৭ লাখ টাকা

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পূর্ব সুন্দরবনে ১ কোটি ৬৭ লাখ ৭৩ হাজার নয় শ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এ সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, সুন্দরবনের কটকা এবং বিভিন্ন অফিস ও জেটিসহ অবকাঠামোর ক্ষতি হয়েছে বেশি। পুকুরগুলোতে লবণাক্ত পানি প্রবেশ করেছে। তবে বনে প্রাকৃতিকভাবে সৃষ্ট গাছপালার তেমন ক্ষতি হয়নি।
sundarbans
বিশ্বের বৃহত্তম প্যারাবন হিসেবে খ্যাত ও ইউনেস্কো বিশ্ব-ঐতিহ্য সুন্দরবন। ছবি: স্টার ফাইল ফটো

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পূর্ব সুন্দরবনে ১ কোটি ৬৭ লাখ ৭৩ হাজার নয় শ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। এ সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, সুন্দরবনের কটকা এবং বিভিন্ন অফিস ও জেটিসহ অবকাঠামোর ক্ষতি হয়েছে বেশি। পুকুরগুলোতে লবণাক্ত পানি প্রবেশ করেছে। তবে বনে প্রাকৃতিকভাবে সৃষ্ট গাছপালার তেমন ক্ষতি হয়নি।

আজ বুধবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পান সুন্দরবনের ওপর দিয়ে বয়ে যাওয়ায় উপকূলবাসী রক্ষা পেলেও বনের বেশ ক্ষতি হয়েছে। সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণে গত ২১ মে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন ও চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হকের নেতৃত্বে পৃথক দুটি কমিটি গঠন করা হয়। বন পরিদর্শন করে তিন দিনের মধ্যে ওই কমিটিকে বিভাগীয় দপ্তরে প্রতিবেদন জমা দিতে বলা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই রেঞ্জের জব্দ করা বেশ কিছু সুন্দরী গাছের লট ভেসে গেছে। বিভিন্ন অফিস এলাকার গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া, ২১টি সোলার, ১৬টি পানির ট্যাঙ্ক, ১৮টি কাঠের জেটি, ১৭টি পুকুর, ১৬টি অফিস, আটটি স্টাফ ব্যারাক, একটি পন্টুন, ওয়াচ টাওয়ার একটি, দুটি ফুট ট্রেইল, একটি হরিণের শেড, একটি ডলফিনের শেড ও দুটি গোলঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামোগত ক্ষতি হয়েছে এক কোটি ৬৭ লাখ ৭৩ হাজার নয় শ টাকার। বন বিভাগের দপ্তরের পাশে রোপন করা গাছ উপড়ে পড়লেও প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া গাছের তেমন ক্ষতি হয়নি।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago