'দ্য লাস্ট ডান্সে' মেসিকেও চান তার সতীর্থ

ফাইল ছবি: এএফপি

বাস্কেট বল কিংবদন্তি মাইকেল জর্ডানের ক্যারিয়ারের নানা ঘটনা নিয়ে দশ পর্বের একটা সিরিজ বানিয়েছে সম্প্রচারক প্রতিষ্ঠান নেটফ্লিক্স। যার নাম দেওয়া হয়েছে 'দ্য লাস্ট ডান্স!' যদিও এ শব্দের উৎস তৎকালীন শিকাগো বুলস কোচ ফিল জ্যাকসনের। জর্ডানের 'দ্য লাস্ট ডান্স' দেখে বেশ ভালো লেগেছে লিওনেল মেসির সাবেক সতীর্থ লুকাস বিগলিয়া। এবার মেসিরও এমন একটি সিরিজ দেখতে চান তিনি।

শেষ দুই বছর ছাড়া ক্যারিয়ারের পুরোটা সময়ই শিকাগো বুলসে কাটিয়েছেন জর্ডান। এ ক্লাবের হয়ে তার অর্জন অনন্য। আটবার জিতেছেন এনবিএ শিরোপা। তার শেষটা ছিল ১৯৯৭-৯৮ মৌসুমে। জর্ডানের মতো অনেকের শেষ মৌসুম ছিল সেটা। সে কারণেই কোচ জ্যাকসন নাম দিয়েছিলেন দ্য লাস্ট ড্যান্স। আর শেষ মৌসুমে শিরোপা জিতেই রাঙ্গিয়ে রেখেছিলেন জর্ডানরা।

জর্ডানের মতো মেসির ক্যারিয়ারটা দারুণ সমৃদ্ধ। কিন্তু তার সবটা ক্লাব কেন্দ্রিক। দেশের হয়ে সাফল্য বলতে গেলে অলিম্পিক গোল্ড মেডেলটাই। জাতীয় দলে এখনও তার অর্জন শূন্য। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে মেসির। যদিও বয়সটা তখন ৩৫ হয়ে যাবে। তবুও দারুণ কিছু করে শেষটা রাঙ্গানোর সেটাই শেষ সুযোগ হবে তার। তাতে যেন আরও একটি দ্য লাস্ট ডেন্সের মতো সিরিজ তৈরি হতে পারে, এমনটাই ভাবছেন বিগলিয়া।

সম্প্রতি আর্জেন্টাইন রেডিও এফএম ৯৪.৭ এ বিগলিয়া বলেছেন, 'কদিন আগে দ্য লাস্ট ড্যান্স দেখলাম। দারুণ হয়েছে। এটা দেখে ভাবছি কয়েক বছর পর, আশা করি আমরা আমাদের ফেনোমেননকে (মেসি) নিয়েও এমন কিছু দেখতে পাব।'

ভক্ত-সমর্থকদের শুধু মেসির অনুশীলন আর মাঠের খেলা দেখার সুযোগ হয়। দ্য লাস্ট ডেন্সের মতো কিছু হলে মেসির ব্যক্তিগত জীবনেরও অনেক কিছু দেখা যাবে বলে মনে করেন বিগলিয়া, 'ওর প্রতিদিনের জীবন থেকে আমরা এ থেকে পাহাড়সম জিনিস শিখতে পারি। কারণ আপনি ওকে অনুশীলন করতে দেখেন, খেলতে দেখেন, কিন্তু প্রতিদিনের জীবনে আরও কত কিছু ঘটে, যেগুলো আমরা জানতে পারি না। যেটা (জর্ডানের ক্ষেত্রে) এই সিরিজে দেখলাম।'

আর এর পূর্ণতার জন্য মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান এ আর্জেন্টাইন। পাশাপাশি একজন আর্জেন্টাইন হিসেবে নিজের সুপ্ত আশার কথাটাও জানান তিনি, 'জর্ডানের ওই এনবিএ ট্রফি জড়িয়ে ধরে কান্নার মতো দৃশ্যটা ভবিষ্যতে আমি খুব বেশি করে দেখতে চাই। মেসি আর বিশ্বকাপ নিয়ে তেমন কিছু হোক দেখতে চাই। খুব করেই দেখতে চাই সেটা। আমি জানি ওর জন্য এটা কত বড় এবং আর্জেন্টিনার মানুষের জন্যও।'

তবে খেলোয়াড় মেসির চেয়ে ব্যক্তি মেসি আরও কতো মহান তাও তুলে ধরেন সাবেক এ এসি মিলান তারকা, 'ও সব সময় নিজেকে আপনার মতোই দেখাবে। এটা শুধু ওর বিনয়ের জন্য নয়, আপনাকে ওর সঙ্গে সহজ করার জন্যও। সতীর্থদের মধ্যে সম্পর্ক গড়ার চেষ্টা করে ও। সেটা ওকে আরও বিশেষ একজন করে তোলে। খেলোয়াড় হিসেবে তো ওকে বর্ণনা করার মতো শব্দ আমার নেই। মানুষ হিসেবেও ও দশে দশ, ১০০ গুণ ভালো।'

কিন্তু এতো অর্জনের পরও আর্জেন্টিনায় প্রায় রোষানলে পড়তে হয় মেসিকে। তার কারণও ব্যাখ্যা করেছেন বিগলিয়া, 'অবশ্যই, ভালো স্মৃতিগুলো সবাই মনে রাখে। খারাপগুলোও। কিন্তু দেখুন, একটা মানুষকেই কেন এত কষ্ট পেতে হবে? গত বিশ্বকাপে বাদ পড়ার পর ওকে কতটা কষ্ট পেতে দেখেছি। ওকে এত কষ্ট আমার মধ্যেও বয়ে গেছে। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও।'

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোতে এগিয়ে থেকেও ফ্রান্সের কাছে হেরে বাদ পড়ে আর্জেন্টিনা। তাতে ভেঙে পড়েছিলেন মেসি। তবে কাটার বিশ্বকাপে যেন আবার তেমন কোনো কষ্ট না পান এমন প্রার্থনাই করেছেন বিগলিয়া, 'ওর এমন কষ্ট দেখে আমারও অনেক কষ্ট লেগেছে। এতে আমার মনে প্রশ্ন জেগেছে কেন ওকেই এত কষ্ট পেতে হবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন দুবছর পর ওকে আগামী বিশ্বকাপেও দেখি।'

Comments

The Daily Star  | English
sirens sound in israel after iran missile attack

Iran says no nuclear talks under Israeli fire

Trump to decide within two weeks on possible military involvement

20h ago