বাড়িচাপায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
বগুড়ার কাহালু উপজেলায় বাড়ি চাপা পড়ে নজির উদ্দিন সরদার (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কিউটপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নজির উদ্দিন কাহালু উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও কালাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
স্বজনের বরাত দিয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নজির উদ্দিন দোতলা মাটির বাড়ির নিচতলার ঘরে ছিলেন। আজ ভোর ৫টার দিকে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে নাজির উদ্দিনের বাড়ি ধসে পড়ে। মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়। পরে গ্রামবাসী তার মরদেহ উদ্ধার করে।’
Comments