খাগড়াছড়িতে আরও ৮ জনের করোনা শনাক্ত

খাগড়াছড়ি
স্টার অনলাইন গ্রাফিক্স

খাগড়াছড়িতে নতুন করে আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে এক জনের দ্বিতীয় নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

আজ বুধবার খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ এ তথ্য নিশ্চিত করেন।

খাগড়াছড়ি সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২০ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। তাদের শরীরে কোনো করোনার উপসর্গ ছিল না। গত রাতে চট্টগ্রামের ভেটেনারি এন্ড এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি(সিভাসু) ল্যাব থেকে তাদের নমুনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলার তিন জন, মহালছড়ির দুই জন, দিঘীনালার এক জন, পানছড়ির এক জন ও মাটিরাঙার এক জন আছেন।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল খাগড়াছড়িতে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।

Comments