নগদ সহায়তার টাকা আত্মসাত, ফ্লেক্সিলোড দোকানি গ্রেপ্তার

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর নগদ সহায়তার টাকা আত্মসাতের অভিযোগে হুসেন আলী (৩৫) নামে এক ফেক্সিলোড দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সর্দারপাড়া গ্রামে।

পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর নগদ সহায়তার টাকা আত্মসাতের অভিযোগে হুসেন আলী (৩৫) নামে এক ফেক্সিলোড দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার সর্দারপাড়া গ্রামে।

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ।

ওসি জানান করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবার হিসেবে সর্দ্দারপাড়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিনের মোবাইল ফোনে ২৪ মে আর্থিক সহায়তার আড়াই হাজার টাকা আসে ।

পরদিন ২৫ মে হামিদুল ওই মোবাইল নিয়ে উপজেলার জগদল বাজারের ফেক্সিলোড

ব্যবসায়ী মেসার্স স্বপন ইলেকট্রনিক্সে হুসেন আলীর কাছে নিয়ে যান। ২০ মিনিট মোবাইল নাড়াচাড়া করে হামিদুলকে হুসেন জানান তার মোবাইল ফোনে কোনো টাকা আসেনি।

এরপর সাবিনা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের জানান। স্থানীয়রা ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী হুসেন টাকাটি ক্যাশ আউট করে নিয়েছে বলে প্রমান পায়।

পরে এ ঘটনায় গতকাল মঙ্গলবার দোকানে গিয়ে টাকা তুলে নেওয়ার বিষয়টি জানালে হুসেন ও  স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী পুলিশসহ ঘটনাস্থলে যান।

সেখানে জগদল বাজার বণিক সমিতির সভাপতি মানিক খান আড়াই হাজার টাকা ইউএনও’র কাছে দেন। ইউএনও ওই টাকা সাবিনা ইয়াসমিনের হাতে তুলে দেন।

পরে পুলিশ ফেক্সিলোড ব্যবসায়ী হুসেন আলীকে থানায় নিয়ে আসে।

আজ দুপুর ২টার দিকে পঞ্চগড় আমলি আদালত-১ (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) এর বিচারক মো. মিনহাজুর রহমান, হুসেন আলীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন পঞ্চগড় কোর্টের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. আমিনুল ইসলাম।

 

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago