পঞ্চগড়ে ঢাকাফেরত আরও ৪ জনের করোনা শনাক্ত

পঞ্চগড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ঢাকাফেরত আরও চার জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ জন হলো।
স্টার অনলাইন গ্রাফিক্স

পঞ্চগড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ঢাকাফেরত আরও চার জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ জন হলো।

আজ বুধবার সকালে পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের বাড়ি জেলার সদর উপজেলার গরিনাবাড়ি, ধাক্কামারা ও সদর ইউনিয়নে। এদের দুই  জন গার্মেন্টস কর্মী, এক জন আবাসিক হোটেলের ম্যানেজার ও এক জন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সম্প্রতি তারা ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরেন। তখন থেকেই তারা হোম কোয়ারেন্টিনে ছিলেন। গত ২১,২২, ও ২৩ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল রাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

পঞ্চগড় জেলা থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৮৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর ও দিনাজপুরে পাঠানো হয়েছে। এরমধ্যে ৯৯০ জনের রিপোর্ট পাওয়া গেছে।

জেলায় ইতোমধ্যে ১০ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং এক জন মারা গেছেন।

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

3h ago