লালমনিরহাটে পুলিশ পরিচয়ে ধানবীজ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ সেজে ধানবীজ ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনের নামে হাতীবান্ধা থানায় অভিযোগ করেছেন ব্যবসায়ী শাহাদাত হোসেন।
শাহাদাত হোসেন লালমনিরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা তোফাজ্জ্বল হোসেনের ছেলে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী শাহাদাত হোসেনের লালমনিরহাট সদরে কৃষিঘর নামে একটি কৃষিপণ্যের দোকান রয়েছে। গত শনিবার (২৩ মে) নীলফামারী জেলার সৈয়দপুর থেকে বিভিন্ন ধানের বীজ কিনে লালমনিরহাট ফেরার পথে হাতীবান্ধার সানিয়াজান এলাকায় গতিরোধ করে পুলিশ পরিচয়ে কয়েকজন।
এসময় পিকআপ তল্লাশির কথা বলে ব্যবসায়ী শাহাদাত হোসেনকে অন্যস্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ সাড়ে ৮ হাজার ও বিকাশে ১৮ হাজার টাকা জোরপূর্বক আদায় করে তারা। গাড়ি থেকে দেড় লাখ টাকার ধানবীজও নামিয়ে নেয়া হয়। এসময় একটি প্রাইভেট কার ব্যবহার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হাতীবান্ধার যে দুজনের নামে অভিযোগ করা হয়েছে, যোগাযোগ করা হলে তারা অভিযোগ নাকচ করেন। বলেন, ‘ওই ছিনতাইয়ের ঘটনার সাথে আমরা জড়িত নই। এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না। ষড়যন্ত্রমূলকভাবে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, ‘পুলিশ সেজে ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Comments